হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলীর সহযোগীতায় অসহায় ও দরিদ্র ৫০ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি ) দিনব্যাপী নড়িয়া উপজেলার মাজেদা হাসপাতালে এ চোক্ষের ছানি অপারেশন করানহয়।
স্থানীয় শামীম বলেন, এখানে প্রতিবছরই টাকা ছাড়া অসংখ্য মানুষকে চোখের চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, এখানে বিগত ১০ বছর ধরে গ্রামের অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে। যাদের অপারেশন করা প্রয়োজন তাদের শনাক্ত করে মাজেদা হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হয়। রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও অপারেশন একেবারে বিনামূল্যে করে দেওয়া হয়।