শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৪

ডামুড‍্যা উপজেলায় ৭টি ইউনিয়নে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ডিসেম্বর ২৭, ২০২১            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুরের ডামুড‍্যা উপজেলায় চতুর্থ দফায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষে হয়েছে। ডামুড্যা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মোঃ আবুল হোসেন মোল্লা চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন-দ্বীন মোহাম্মদ (দুলাল) মাদবর(ঘোড়া), ধানকাটি ইউনিয়নে গোলাম মাওলা রতন ঘোড়া মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন-আব্দুর রাজ্জাক পিন্টু(আনারস), শিধলকুড়া ইউনিয়নে শেখ মো: মাসুদুল ইসলাম বাবুল আনারস মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন-খবিরউদ্দিন সজল (মোটরসাইকেল), সিড‍্যা ইউনিয়নে সৈয়দ আব্দুল হাদী জিল্লু ঘোড়া মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন-সৈয়দ জেবুল হক (আনারস), দারুল আমান ইউনিয়নে মোঃ মমিনুল হক (মিন্টু) সিকদার চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন-মোঃ মোক্তার হোসেন খান (ঘোড়া), কনেশ্বর ইউনিয়নের মোহাম্মদ আনিছুর রহমান চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন-মো: দেলোয়ার হোসেন(আনারস), পূর্ব ডামুড্যা ইউনিয়নে মাসুদ পারভেজ লিটন চশমা মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন-মোঃ আক্তারুজ্জামান (আক্তার) সরকার (আনারস)।

এই উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৬ টি কেন্দ্র মোট ভোটার সংখ্যা ৮৩ হাজার ৩শত ৮৫ জন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur