হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার প্রথম অপারেশনের রোগীকে হাসপাতালের চিকিৎসক নার্সদের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৭ আগস্ট সকালে রোগীর বিদায়ের সময় এই উপহার সামগ্রী রোগীর হাতে তুলে দেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
উপহারবসামগ্রীর মধ্যে ছিলো রোগীর জন্য ১মাসের ঔষধ, মায়ের শাড়ি, বাচ্চার জন্য পোশাক, বেবি লোশন, বেবি অয়েল, বেবি পাউডার, বেবি শ্যাম্পু, বেবি সোপ, তোয়ালে ও বেবি বাথ জেল।
এসময় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সেবিকাগণ উপস্থিত ছিলেন।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বলেন, আমাদের হাসপাতালের প্রথম অপারেশন এর রোগীর জন্য হাসপাতালের চিকিৎসক , সেবিকাদের তরফ থেকে সামান্য উপহার প্রদান করেছি। রোগীদের সেবার জন্য একটি আধুনিক মানের অপারেশন থিয়েটার স্থাপন করা হয়েছে। সকলের সহযোগিতায় আমাদের এই অর্জন। সকলের কাছে দোয়া কামনা করছি