শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:২১

ডামুড্যা পৌর সড়কগুলোর বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

মার্চ ২৫, ২০২২            

মোহাম্মদ জামাল মল্লিক,শরীয়তপুর:

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার রাস্তাগুলো দীর্ঘ ১০ বছর ধরে কোনো সংস্কার হয়না। যার ফলে রাস্তাগুলো খানাখন্দ ও গর্তে ভরে গেছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ দ্বিতীয় শ্রেণির পৌরসভা এটি। ডামুড্যা পৌরসভার বাস স্টান থেকে সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের বাড়ি (বর্তমান এমপি নাহিম রাজ্জাকের বাড়ি)  হয়ে উপজেলা সড়ক, পৌর অফিসের সামনের সড়ক, ডামুড্যা বাজার সড়ক, হাসপাতালে সামনের সড়ক, বর্তমান মেয়রের বাড়ির সামনের সড়ক, বাস স্টান থেকে সিকদার বাড়ি হয়ে ডামুড্যা বাজার যাওয়ার সড়ক, উত্তর ডামুড্যার নদীর দুই পারের সড়ক, ধান হাটা থেকে আওরঙ্গ খার মোড় সড়ক সহ ডামুড্যা পৌরসভা এলাকার ৩০ কিলোমিটার সড়কের মধ্যে ২৫ কিলোমিটারের বেহাল দশা। এই সড়কগুলো দীর্ঘ ১০ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচন এলে বারবার সড়কগুলোর মেরামতের আশ্বাস দেন প্রার্থীরা। নির্বাচনের পরে আর কোনো জনপ্রতিনিধি খবরও নেয় না। গ্রামে কেউ অসুস্থ হলে শহরের হাসপাতালে নিতেও বেগ পেতে হয় তাদের। বর্ষা এলে এই দুর্ভোগ আরও বাড়ে।

সরেজমিনে দেখা যায়, সড়কগুলোতে অসংখ্য ছোট-বড় খানাখন্দ ও গর্তে ভরে আছে। গর্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনো ধরণের যানবাহন চলাচল অসম্ভব হয়ে পড়েছে। ডামুড্যা পৌর এলাকা ধুলার নগরীতে পরিনত হয়েছে।

ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল বলেন, আমাদের এইখানে ২৮ ফেব্রুয়ারি ২০২১ নির্বাচন হয় ও আমি ২২ শে মার্চ শপথ গ্রহণ করি মেয়র হিসেবে। আমি এর আগেও মেয়র ছিলাম, আমি এসে দেখি আমি যে পর্যন্ত কাজ করেছিলাম তারপরের মেয়রের সময় আর তেমন কোনো কাজ হয়নি। আমাদের পৌরসভার বর্তমানে রাস্তা কালভাট রোড লাইট  ড্রেন সাবেক মেয়র কিছু কিছু জায়গায় করেছে আরো অনেক জায়গায় করা বাকি আছে। পৌরসভার একটু বেহাল অবস্থায় আছে আমার এসব ঠিক করতে কিছু সময় লাগবে। আপনারা জানেন আমি গত এক বছর যাবত ডামুড্যার মেয়র হিসেবে আছি। করোনাকালীন সময় থাকার কারণে এই এক বছরে তেমন কোনো বরাদ্দ আসে নাই। আমি মেয়র হওয়ার পর ঢাকায় অনেক দৌড়াদৌড়ি করে কুয়েত প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে তার ভেতরে ডামুড্যা পৌরসভা কে অন্তর্ভুক্ত করেছি। বর্তমানে আমার পৌরসভায় একটা  রাস্তার কাজ চলমান। এছাড়াও আরো দুইটা কাজের জন্য টেন্ডার দেওয়া হয়েছে । আমি নিজে বিভিন্ন স্থানে যোগাযোগ করছি বরাদ্দ আনার জন্য। আমি আমার এই পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়ে তুবো ইনশাআল্লাহ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur