বৃহস্পতিবার ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:০৬

ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিক সম্পাদক নান্নু

জুলাই ২, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আনন্দঘন পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ১০টায় ডামুড্যা প্রেসক্লাব হলরুমে দ্বি-বার্ষিক সম্মেলনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে  ভোট গ্রহণ চলে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম সোহেল,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মাদ নান্নু মৃধা, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার কালাম সরদার।

নির্বাচনে তিন পদে ছয় জন প্রার্থী অংশগ্রহণ করে। সাংবাদিক মতিউর রহমান মতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এতে ১২ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করে।

কমিটির অন্যান্যরা হলেন কার্যকরী সভাপতি পদে  এনামুল হক ইমরান, যুগ্ন-সাধারন সম্পাদক পদে মাহবুব আলম সিকদার, যুগ্ন-সাধারন সম্পাদক পদে মিতালি সিকদার, দপ্তর সম্পাদক পদে  ইয়ামিন কাদের নিলয়। তারা ৪জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur