শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২১

ডামুড্যা উপজেলা কার্যালয়ে রাতে নৈশভোজে গিয়ে হামলার শিকার কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য

অক্টোবর ৪, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরের গোসাইরহাট পূজামণ্ডপ পরিদর্শনে শেষে ডামুড্যা উপজেলা কার্যালয়ে চেয়ারম্যানের আমন্ত্রণে নৈশভোজে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। সোমবার (৩ অক্টোবর) রাতে ডামুড্যা উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল আউয়াল শামীমের সঙ্গে থাকা শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ অন্তত ৫ জন আহত হয়। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ার টেবিল ও দুটি প্রাইভেট কার ভাঙচুর করে দুর্বৃত্তরা।

শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদার অভিযোগ করে বলেন,  ‘আমরা সারাদিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝির আমন্ত্রণ রাতের খাবার খেতে আসি। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী জুলহাস-মাদবরসহ ২০ থেকে ৩০ জন আমাদের ওপর হামলা চালায়। আমরা ৫ জন আহত হই।

আলমগীর মাঝি বলেন, ‘গোসাইরহাট উপজেলা থেকে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সোমবার রাত পৌনে ৮টার দিকে আমার অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এসময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবরসহ ২০ থেকে ৩০ জন লোক হামলা করে। হামলা কারীরা অফিসের চেয়ার আর বাহিরে থাকা গাড়ির গ্লাস ভাঙচুর করে।

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‌‘বিষয়টি শোনার পর দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে আনি। সেখানে কিছু চেয়ার আর গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur