শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ৯:৫৮

ডামুড্যা উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সবকয়টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নভেম্বর ২৯, ২০২১            

শফিকুল ইসলাম সোহেল,ডামুড্যা:

চতুর্থ ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলার ডামুড্যায় উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ টি মনোনয়নের মধ্যে ৩৭ টি বৈধ ঘোষানা করা হয়েছে। সোমবার ২৯ নভেম্বর যাচাই বাছাই শেষে এই ৩৭ টি মনোনয়ন পত্র বৈধ ঘোষানা করেন ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসার।
এছাড়াও সংরক্ষিত আসনে ৬৮ টি মধ্যে ৬৭ বৈধ এবং ১ টি অবৈধ ঘোষনা করেন এবং সাধারণ সদস্য পদে ১৯৬ টির মধ্যে ১৯৩ টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন স্থানীয় নির্বাচন কমিশন। সাধারণ পদে ৩ টি মনোনয়ন বাতিল করেছেন। ১০ নভেম্বর বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর চতুর্থ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ। পূর্বের ঘোষণা মতে ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর ও ২৬ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur