মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩২

ডামুড্যায় স্বামীকে ভিডিওকলে রেখে গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা

এপ্রিল ১০, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

শরীয়তপুর ডামুড্যায় স্বামীকে ভিডিওকলে রেখে তানজিলা (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ভালোবেসে গোপনে বিয়ের পর ছেলের পরিবার মেনে না নেওয়ায় শনিবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত তানজিলা ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নে চরপাতালিয়া গ্রামের মৃত্যু তোতা মাদবরের মেয়ে ও চরপাতালিয়া মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানজিলার মেজো বোনের দেবর গোসাইরহাট উপজেলার সাত্তার সরদারের ছেলে সেনাবাহিনীতে কর্মরত শাকিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শবে বরাতের দিন তারা গোপনে বিয়েও করেন। পরে বিয়ের কথা জানাজানি হলে ছেলের পরিবার ইউনিয়ন তা মেনে নিতে চায়নি। এ ঘটনায় স্বামী শাকিলের সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে তানজিলা।

তাৎক্ষণিক শাকিল তানজিলার চাচতো ভাই বায়েজিদকে ফোন করে বিষয়টি জানান। পরে সবাই ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিলাকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানজিলার মা ফাহিমা আকতার বলেন, মেয়ে দেখলাম জামাইয়ের সঙ্গে কথা বলছে। এর মধ্যেই এমন ঘটনা ঘটে যাবে বলে ভাবিনি। আমার সব শেষ হয়ে গেলো। কী অপরাধ ছিল আমার মেয়ের, আজ মেয়েকে আমার মাটি দিতে হবে।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ বলেন, তানজিলা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। তার লাশ শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur