শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫২

ডামুড্যায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু, আহত ১

মার্চ ২৪, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্স:

ডামুড্যা উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় এক শ্রমিককে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা গ্রামে আব্দুল খালেক মীরের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন মো. তুহিন মীর (৩০) ও ইব্রাহীম ছৈয়াল (২২) । আহত শ্রমিক সৈয়দ আবুল হোসেন (৪৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মীরা বাড়ীর আব্দুল খালেক মীরের নতুন ভবনের ঠিকাদারির কাজ করছিলো সৈয়দ তুহিন। গত দুই সপ্তাহের আগে সেপটিক ট্যাংকির ঢালাইয়ের কাজ করে। বুধবার সহযোগী ইব্রাহীম সেপটিক ট্যাংকির ভিতরের সেন্টারিংয়ের মালামাল খুলতে নামে। নামার পর ইব্রাহীমের কোন সারা শব্দ না পেয়ে তুহিনও নামে। নামার পর পর ই সে মাথা ঘুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে তার বড় ভাই আবুল হোসেন নামে। তুহিন কে উদ্ধার করে বের করতে পারলেও সে উঠতে পারে নি। তুহিন সেটি দেখি আবারও ট্যাংকির ভিতরে নামেন আবুল হোসেনকে বাইরে বের করে দেন। তবে তুহিন আর উঠতে পারেনি।

ট্যাংকির ভিতরের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  স্থানীয়রা বুঝতে পেরে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনসহ অপর দু’জনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, প্রথমে আবুল হোসেন নামের একজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। তুহিন এবং ইব্রাহীম কে যখন নিয়ে আসে তখন তাদের দ্রুত পালস ও ব্লাড পেশার পরিমাপ করে বুঝতে পারি, তারা মারা গেছে।

ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, আমরা  সব কিছু অবলোকন করে পরবর্তী করণীয় ঠিক করব।

 

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur