হৃদয়ে শরীয়তপুর ডেক্স:
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইন শৃঙ্খলা সংক্রান্তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, শান্তি ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ৮ নং বিট পুলিশ ইসলামপুর ইউপির আয়োজনে ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদুজ্জামান আজম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নোয়াবালী খান, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিটু তালুকদার, ইসলামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিনা আক্তার,সাধারণ সম্পাদক বেবি আক্তার, ডামুড্যা উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ফারুক আলম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মেহেদী হাসান নাহিদ, কনেশ্বর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ মাদবর,ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সরদার, সহসভাপতি টুটুল কান, রুহুল আমিন বেপারী, সোহেল সরদার, উপজেলা যুবলীগের সদস্য দেলোয়ার সরদার, ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চানমিয়া,ইসলামপুর ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি বিলাশ সরদার প্রমুখ।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য বজায় রাখতে, সকলের সহযোগিতা, সহমর্মিতা, ধৈর্য্য এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডামুড্যা উপজেলার সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য, সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় বক্তরা বলেন, যে কোন সাম্প্রদায়িক উষ্কানী সম্মিলিতভাবে প্রতিহত করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সবার প্রতি শন্তিপূর্ণ সহঅবস্থানের আহবান জানিয়ে, সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারি যে কোন অপশক্তির বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।