মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৪

ডামুড্যায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে আনন্দ মেলার শুভ উদ্বোধন

মার্চ ১৭, ২০২২            

এসএম স্বাধীন, শরীয়তপুর:

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আনন্দ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ১৭ মার্চ বেলা সাড়ে ১০ টায় ”আমার রাজ্জাক” স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে, ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজ মাঠ প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।

উপজেলা নির্বাহী অফিসার  নাহিয়ান আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সরকারি আব্দুর রাজ্জাক কলেজর অধ্যক্ষ মোঃ জহিরউল্লাহ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, আমার রাজ্জাক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এনামুল হক ইমরান প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur