হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের ডামুড্যায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের চর শিধলকুড়া গ্রাম থেকে গাঁজাসহ ইদ্রিস হাওলাদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাজাসহ আটক করেছে ডামুড্যা থানা পুলিশ। সোমবার (৫ সেপ্টেম্বর ) রাত ৮ টা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ইদ্রিস হাওলাদার (২২) গাঁজা নিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্ঠা করলে পুলিশ তার পিছনে ধাওয়া করে গাঁজা সহ তাকে আটক করেন।
তার বিরুদ্ধে ডামুড্যা থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় তার ব্যাপক কুখ্যাতি রয়েছে যা নানামহলে আলোচনা আছে। তার বিরুদ্ধে এই মামলা ছাড়াও দুইটি মাদক মামলা রয়েছে।