শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৫৭

ডামুড্যায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

মার্চ ৩, ২০২২            

শফিকুল ইসলাম সোহেল,ডামুড্যা প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ মার্চ  সকাল ১০  টায় বাংলাদেশ বেতারের আয়োজনে ডামুড্যা উপজেলার  আলহাজ্ব ইমাম উদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়য়ে এই তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার মাধ্যমিক  শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান।

উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কাজ করে চলেছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে।

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ১৯ মার্চ  শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে উপ পরিচালক  মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায়  বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার করা হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur