হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
শরীয়তপুরের ডামুড্যায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল সিকদার (২৮)নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই ) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ফারুক আলম মাদবরের বাড়ির সামনে গোসারিহাট-শরীয়তপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে ।
নিহত রুবেল সিকদার (২৮) ইসলামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুল মতিন সিকদারের ছেলে।
ডামুড্যা উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম মাদবর জানান, সোমবার দুপুরে ডামুড্যার দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বুড়িরহাট থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কুতুবপুর এলাকার আমাদের এক ছোট ভাই রুবেল শিকদার মারাত্মক আহত হয়। আহত রুবেলকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। ট্রাকটি আটক করে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে, চালক পালিয়ে গেছে।