শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৩

ডামুড্যায় জেলা পরিষদ সদস্য হলেন ইকবাল হোসেন ওসমান মীর

অক্টোবর ১৭, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্যপদে ডামুড্যা ইকবাল হোসেন ওসমান মীর নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীকে প্রতিদ্বন্দিতা করে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী (হাতি প্রতীক) আবুল মুনসুর আজাদ শামীম খান পান ২৯ ভোট। প্রিজাইডিং অফিসার মো. ইদ্রিস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur