হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
পুষ্টিতে সুস্থ্য জীবন এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ শুরু। ২৩ এপ্রিল শনিবার শুরু হতে যাওয়া পুষ্টি সপ্তাহ ২৯ এপ্রিল শেষ হবে। সপ্তাহ উপলক্ষে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান আহমেদ ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন,দেশে দারিদ্র্যতা কমলে পুষ্টিহীনতা কমবে। পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের অসুখ-বিসুখ হয়ে থাকে। পুষ্টি সপ্তাহে সবার প্রতি আহ্বান শাক-সবজি, ফলমূলসহ সুষম খাবার খেতে হবে। তেল, চিনি, লবণ কম খেতে হবে। সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ মায়ের শালদুধ খাওয়াতে হবে।
ছয়মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয়মাসের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাদ্য দিতে হবে। কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে। গর্ভবতী ও প্রসুতিদের স্বাভাবিক খবারের পাশাপাশি বাড়তি খাবারে নজর দিতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ , উপজেলা শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন , কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বাচ্ছু মাদবর, সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লু রহমান, মেডিকেল অফিসার ডাঃ মনিম শাহরিয়ার আবির,ডাঃ আছবুন নাহার মুক্তা, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে মেডিকেল অফিসারবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক ও কর্মীবৃন্দ ও নার্সিং সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।