মোহাম্মদ জামাল মল্লিক :
ডামুড্যাতে বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সরকারি আব্দুর রাজ্জাক কলেজ চত্ত্বর থেকে এ উপলক্ষে একটি আনন্দ মিছিল বের হয়ে ডামুড্যা বাজারের, ট্রাংকরোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সরকারি আব্দুর রাজ্জাক কলেজে এসে মিছিলটি শেষ হয় এবং কেক কেটে দিবসটি পালন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি।
ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহাবুব আলম এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল, সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্যা, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবর, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝিসহ ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগে নেতৃত্ববৃন্দ।