হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ নভেম্বর) ১১ টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্ভাবনী জয়উল্লাসে স্মার্ট বাংলাদেশ এর ব্যানারে একটি রেলি বের হয়। রেলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মেলা চত্বরে সমাপ্ত হয়।
ডিজিটাল উদ্ভাবনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ ভাইস চেয়ারম্যান, খাদিজা খানম লাভলী মহিলা ভাইস চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
ডিজিটাল উদ্ভাবনী মেলার ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার সভাপতিত্ব করেন হাছিবা খান, উপজেলা নির্বাহী অফিসার, ডামুড্যা। ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মূল সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার সবিতা সরকার।
ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সচেতনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানসহ অনুষ্ঠানের মঞ্চে আশিন সকলেই।