হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুরের ডামুড্যায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ৫ টি পরিবারের মধ্যে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়।
উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ও উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ টাকা ও টিন তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম, পূর্বডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পৌরসভার ২ নং ওয়ার্ডের একটি ঘর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ,পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাও গ্রামে দুইটি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ,দারুলআমান ইউনিয়নে দুইটি, ৫ টি পরিবারের মালামালসহ বসতঘর, দোকান পুড়ে ছাই হয়ে যায়।