শনিবার ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০০

ডামুড্যায় দফাদার ও মহল্লাদারদের মাঝে নতুন পোশাক বিতরণ

ফেব্রুয়ারি ২৭, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান দফাদার ও মহল্লাদারদের উদ্দেশ্যে বলেছেন, এবার আমরা চেষ্টা করেছি গুণগতমান সম্পন্ন কাপড়ের পোশাক দেওয়ার। এই পোশাক অন্যান্য বাহিনীর কাপড়ের মারে পোশাক। কাজেই এই পোশাকের মান আপনাদের রাখতে হবে। এই পোশাক পরে এমন কিছু করবেন না যাতে এই পোশাকের তথা গ্রাম পুলিশের মান ক্ষুণ্য হয়। আমি চাই আপনারা পোশাকের মর্যাদা রক্ষা করবেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ডামুড্যা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৬৭ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে পোশাকসহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ শরীফুল আলম,কনেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা,সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু, ধানকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

উন্নতমানের নতুন এই পোশাকের সঙ্গে বেল্ট, জুতা. ছাতা ও টর্চলাইট প্রদান করা হয়।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur