সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:৫০

ডাক্তার খালেদ শওকত আলীর নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন

আগস্ট ৬, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতেএই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অংশগ্রহণ করেন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান উজ জামান, যুগ্ম মহাসচিব ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী, সাংগঠনিক সচিব মাহমুদূর রহমান খোকন, সাংস্কৃতিক সচিব মোঃ মোহসিন, ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সহ-সভাপতি রমেন্দ্র নারায়ন দাস, হাতিরঝিল থানার সভাপতি ইব্রাহিম খলিল, মুসপ সমর্থক  সাংবাদিক রফিকুল ইসলাম কচি ও আমিনা  ইসলাম খান । ইউনিভাসিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজির চেয়ারম্যান, প্রফেসর  ড. মোয়াজ্জেম হোসেন, উপাচার্য  প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রোভিসি, রেজিস্ট্রার এবং অন্যান্য সদস্যবৃন্দ। ৭১ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  ড. জেবুন্নাহার, যুগ্ম-সাধারণ সম্পাদক  উদয় শওকত আলী, সাংগঠনিক সম্পাদক ওরেসা খানম, সম্পাদক দীপক দাস, ডাঃ সিকদার, সদস্য ডা: সৈয়দ জাকির হোসেন প্রমুখ। সহ নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ইউনিভাসিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মাজেদা হাসপাতাল, ৭১ ফাউন্ডেশন ও নড়িয়া পলিটেকনিক্যালের প্রতিনিধি দল।

 

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur