হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শ্রদ্ধা নিবেদন ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শরীয়তপুর-২ (নড়িয়া সখিপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা. খালেদ শওকত আলী,
কেন্দ্রীয় যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক ডা, হেলাল উদ্দিন, সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুজ্জামান আজম প্রমুখ।