মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
ঘামছে কামার, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা, ভাঁতির ফাসফুস আর ঠুকঢাক ও টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া। নিমিষেই তৈরি করছে চাপাতি, দা, বটি, কাটারি, ছুরিসহ কুরবানির পশু কাটার লৌহজাত নানাবিধ সরঞ্জাম। এ চিত্র শরীয়তপুর জেলার সদর উপজেলার কানারা বাজার, কাগদীর বাজার, বুড়িরহাট, পালং বাজারসহ বিভিন্ন কামারপাড়ায়।
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারা। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুসরত নেই তাদের। অসহিষ্ণু গরমে দরদর করে ঘাম তাদের শরীরে। দিনভর কামারপাড়ায় ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেউ পুরানো দ্যা, চাপাতি ছুরিতে, ধার কাটাচ্ছেন, কেউ আবার নতুন সরঞ্জাম তৈরি করাচ্ছেন। তবে মধ্যবিত্তরা পুরাতন সরন্জামেই ধার কাটিয়ে নিচ্ছেন।
বটি , বড় দ্যা, চাপাতি তৈরি করা হচ্ছে কেজি প্রতি ৭০০ থেকে ১০০০ টাকা, অন্যদিকে ছোট ছুরি, কাটারি প্রতি পিস ২০০ থেকে ৪০০ টাকা বিক্রি করা হচ্ছে। পাশেই বিক্রি করা হচ্ছে মাংস কাটার খাটে (যার উপর মাংস রেখে কাটা হয়)।
কুরবানির মাসুদ খান সাথে কথা হলে জানান, গত বছরের তুলনায় এবছর কুরবানির সরন্জাম তৈরি ও বিক্রিতে বেশি টাকা নেয়া হচ্ছে। তবে কর্মকাররা বলছেন অন্যান্য দ্রব্যের সাথে সংগতি রেখেই কুরবানির পশু কাটার সরঞ্জামের মূল্য নির্ধারণ করা হয়েছে।