হৃদয়ে শরীয়তপুর ডেক্স :
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হেরে যায় নিউজিল্যান্ড এবং বাংলাদেশ হেরে যায় একটিতে। বুধবার চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ে নেমে স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে যাচ্ছে কিইউরা। ৫ রানেই প্রথম সারির রাচিন রবীন্দ্র ব্যাটসম্যানকে হারায় সফরকারীরা। বুধবার (৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
ইনিংসের ১ ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান নাসুম আহমেদ। তার বলে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রাচিন রবীন্দ্র।
নিংসের দ্বিতীয় ওভারে এসে সাকিব আল হাসান দেন ১০ রান। ফিন এলেন হাঁটু গেড়ে রিভার্স সুইপ করে অবিশ্বাস্য এক ছক্কা হাঁকান বিশ্বসেরা অলরাউন্ডারকে। অবশেষে তৃতীয় ওভারে সেই অ্যালেনকেও সাজঘরে ফেরান নাসুম।