সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:৫৮

জ্বালানী অব্যবস্থাপনার প্রতিবাদে শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

জুলাই ৩১, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

জ্বালানী অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩১ জুলাই দুপুরে শরীয়তপুর মাদারীপুর হাইওয়ে থেকে আংগারিয়া বাজার মেইন রোডে বিক্ষোভ শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাঃ রফিকুল ইসলাম।

শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দীন কালু, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল হক মোল্লা, শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি বি এম হারুন  শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন মাঝী প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur