শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৮

জ্বালানি তেল মাপে কম দেয়ায় শরীয়তপুরে ২ ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

আগস্ট ৭, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় শরীয়তপুরে ২টি  ফিলিং স্টেশনকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে এই জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হচ্ছে মনোহর মোড় এলাকার  মেসার্স হাজী আঃ জলিল ফিলিং স্টেশন ও শরীয়তপুর বাস স্ট্যান্ড এলাকার মেসার্স গ্লোরী ফিলিং স্টেশন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের এক অভিযানে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, দুটি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রয়ে একাধিক মেশিনে ক্ষেত্রভেদে প্রতি ০৫ লিটারে ৮০ থেকে ১৮০ মিলি লিটার কম দিতে দেখা যায়। এর প্রেক্ষিতে উভয় ফিলিং স্টেশনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারা অনুযায়ী ৫০হাজার টাকা করে মোট  ১ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur