শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৪

জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড (নড়িয়া) সদস্য প্রার্থী আলী আজগর চুন্নু’র মতবিনিময় সভা

সেপ্টেম্বর ২১, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

আসন্ন শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচন ৪নং ওয়ার্ড সাধারণ সদস্য প্রার্থী নড়িয়া  উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজগর চুন্নু খালাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় নড়িয়া স্বাধীনতা ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ নির্বাচন ৪নং ওয়ার্ড সাধারণ সদস্য প্রার্থী আলী আজগর চুন্নু খালাসী বিজয়ী করার লক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট  ফিরোজ আহমেদ, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, আওয়ামী লীগ নেতা  লতিফ বেপারী, আনোয়ার মোল্লা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইউসুফ হোসেন সুজন মৃধা, নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড কাউন্সিলর বাদশা ফকির, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান কাজী, ফতেজঙ্গপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম মৃধা, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা,  নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন মৃধা প্রমুখ।

জেলা পরিষদের সদস্য প্রার্থী আলী আজগর চুন্নু খালাসী নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur