হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
জাতীয় বীর কর্ণেল (অবঃ) শওকত আলী’র প্রতিষ্ঠান “নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’র” পরিচালনা পর্ষদ সভার অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে শরীয়তপুর জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের (নড়িয়া) নবনির্বাচিত সদস্য আলী আজগর চুন্নুকে নড়িয়া উন্নয়ন সমিতি নুসার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার ২নভেম্বর নিসার প্রধান কার্যালয়ে এই সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উন্নয়ন সমিতি নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিসেস মাজেদা শওকত আলী, নুসার উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাক্তার খালেদ শওকত আলী, নড়িয়া উন্নয়ন সমিতি নুসার চেয়ারম্যান এ্যাডঃ ফিরোজ আহমেদ, ভাইস চেয়ারম্যান ডা.তানিয়া খালেদ আলী, নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল লতিফ, যুগ্ম-পরিচালক জয়দেব কুন্ডু, উপপরিচালক কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর মাল, আমিনুল হক মিন্টু, অডিট প্রধান মোঃ ফারুক হোসেন প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী এবং ডাঃ খালেদ শওকত আলী’র প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু।