মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:২৮

জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছরে শরীয়তপুরে জেলাপ্রশাসনের ৫০হাজার বৃক্ষরোপণ

জুন ১৬, ২০২৩            

মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন  উপলক্ষে শরীয়তপুরে জেলাপ্রশাসনের উদ্যোগে  জেলা ব্যাপী ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। ২য় দিন বৃহস্পতিবার ১৫  জুন সকালে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা আদর্শ  উচ্চ বিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান স্কুল শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে বিকেলে  জেলাপ্রশাসক নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নে চাকধ উচ্চ বিদ্যালয় ও ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং দক্ষিণ চাকধ-ভূমখাড়া ৮নং ওয়ার্ডের নতুন মাটির  রাস্তায় বৃক্ষ রোপণ করেন। এর আগে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও তিন দিনব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র , ডাবলু ডাবলু নির্বাহী কর্মকর্তা হাসিবা খানম, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ

শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হোসেন বলেন, আসুন, আমরা সকলেই যে যার অবস্থান থেকে এই বর্ষায় বৃক্ষরোপণ করি, সবুজ অরণ্যের শরীয়তপুর গড়ি।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur