মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুরঃ
শরীয়তপুর-২আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী আমেরিকা এবং জিয়াউর রহমান। জিয়াউর রহমান মাশল্য জারি করে ক্ষমতায় এসে হ-না ভোট করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল।
তাই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই। মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে আমি কষ্ট পাই, হৃদয়ে রক্তক্ষরণ হয়, যখন দেখি জাতির পিতার হত্যাকারী রাজাকার নিজামি, কামরুজ্জামান, মশিউর রহমান, আব্দুল আলীমের গাড়িতে জিয়াউর রহমান ও খালেদা জিয়া লাল সবুজ পতাকা তুলে দিয়েছিল। আর তাদের কুলাঙ্গার সন্তান তারেক জিয়া মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল। বিএনপি হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতিতে বিশ্বাস করে উন্নয়নে নয়। শনিবার ২৬আগস্ট নড়িয়া মাজেদা হাসপাতাল সংলগ্ন মাঠে ১৫ আগস্ট উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা, দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডা. খালেদ শওকত আলী কথা বলেন। তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে দাবি জানাই মানবতার বিরোধী অপরাধের জন্য রাজাকার, আলবদর, আলশামসদের এই বাংলাদেশে এনে বাংলাদেশের জাতীয়তা ফিরিয়ে দেয়ার অপরাধে বিএনপি নামক সংগঠনটির নিবন্ধন বাতিল করা হোক। কুলাঙ্গার তারেক রহমানকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনা হোক।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
নড়িয়া উন্নয়ন সমিতি নুসা’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোঃ আলী আজগর চুন্নুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক আইন-বিষয়ক সম্পাদক এডভোকেট ফিরোজ আহমেদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মুন্সী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আলতাফ হোসেইন সৈয়াল, নড়িয়া উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাস্টার, সখিপুর থানা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক হাজী মোঃ দাদন সরদার, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ঘুমকার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবুল ঢালী, রাজনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর মাদবর, কামরুল ইসলাম তোতা রাড়, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, চরভাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার মতিউর রহমান, ধানমন্ডি থানা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাবেক সভাপতি আব্দুর রহমান ঢালী, মোঃ নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মোঃ ইউসুফ হোসেন সুজন, জেলা মৎস্যজীবী লীগের সদস্য কাজী আতাউর রহমান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নান্নুমুন্সী, মোঃ আক্কাস শিকদার, মোঃ হারুনুর রশিদ চকিদার, নড়িয়া পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার বাদশা ফকির, মোঃ সামাদ বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম মুরাদ মাঝি, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামাল মৃধা, চরআত্রা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মুন্সী, কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কনক লস্কর, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম প্রমুখ।