হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন ২০২৩ উপলক্ষে শরীয়তপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩জুন জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন আবুল হাদী মোঃ শাহ পরানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, অতিরিক্ত জেলা প্রশাসক গাজী শরিফুল হাসান, জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোস্তফা খোকন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ, জেলা ইপিআই তত্ত্বাবধায়ক মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
এবার শরীয়তপুর জেলায় ৪ লাখ ৭৬ হাজার ৫৮৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।