হৃদয়ে শরীয়তপুর ডেক্স
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মেয়াদউত্তীর্ণ জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বৃহস্পতিবার ৩১ মার্চ শরীয়তপুর জেলা ছাত্রলীগের ব্যাডে জেলা ছাত্রলীগের আহবায়ক মহাসিন মাদবর ও ২ নং যুগ্ন আহবায়ক রাশেদ উজ্জামানের যৌথ স্বাক্ষরে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এবিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারী বলেন, কলেজে শিক্ষকদের সাথে তেমন কিছুই হয়নি। আমাদের কাছে কিছু না জেনেই জেলা ছাত্রলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কগণ রাতের আধারে আমাদের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছ।
উল্লেখ্য, বুধবার ৩০ মার্চ ২০২২ খাবারের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের শিক্ষক বি এম সোহেলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোহাগ বেপারীর ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারের বিরুদ্ধে। এই অভিযোগ উঠার পরেই এই কজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।