শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:৩১

জাজিরা-মাঝিকান্দি ঘাটে সুনসান নীরবতা

জুন ২৬, ২০২২            

পদ্মা সেতু উদ্বোধনের আগে থেকেই বন্ধ রয়েছে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে ফেরি চলাচল। ফলে কর্মব্যস্ত ফেরিঘাটে এখন বিরাজ করছে সুনসান নীরবতা।

সরেজমিনে দেখা গেছে, ঘাটে বড় কোনো গাড়ির শব্দ নেই। ঘাট দখল করে রেখেছে সিএনজিচালিত অটোরিকশা।আবার অনেকে দোকান খোলেনি। কেউ দোকান অন্যত্র নিয়ে যাচ্ছে। তবে পাশে লঞ্চঘাট থাকাতে সেখানে কিছুটা লোকজন দেখা যাচ্ছে।

আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, তিন দিন ধরে এই এলাকায় ফেরি আসে না। শুধু লঞ্চের যাত্রীদের ওপর নির্ভর করে ব্যবসা করা যায় না। পদ্মা সেতু হওয়ার পর যাত্রীরা আসা-যাওয়া করছে না।

আরেক ব্যসায়ী হালিম মিয়া বলেন, এখানে আর ব্যবসা করা যাবে না। যেমন দোকান রয়েছে তেমন ক্রেতা নেই। পদ্মা সেতু হওয়াতে ফেরি বন্ধ হয়ে গেছে। এই এলাকায় আর যানবাহন আসবে না। তাই আমি এখান থেকে চলে যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের মাওয়া বন্দর কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, শনিবার সেতু চালু হয়েছে। ফলে এই রুটে যাত্রী পারাপার করা হবে না। পাশাপাশি মানুষের আগের মতো ভোগান্তি পোহাতে হবে না।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur