শাওন বেপারী,স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় জাজিরাতেও শীতকালীন সময়ে রাস্তায় প্রচুর ধুলো হওয়ার ফলে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। বিশেষ করে জাজিরার টিএন্ডটি মোড় থেকে জমাদ্দার মোড় পর্যন্ত এলজিইডির রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই রাস্তাটুকু মেরামতের উদ্দেশ্যে খুড়ে রাখা হয়েছে, যার ফলে ব্যাপক ধুলোবালির কারণে স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাজিরা পৌরসভার মেয়রের কাছে অন্তত পানি দেয়ার ব্যবস্থা করার আহবান জানায়।
তারই প্রেক্ষিতে শরীয়তপুরের জাজিরা পৌরসভার বিভিন্ন রাস্তা ও মোড়ে স্থায়ীভাবে পানি দেয়ার ব্যবস্থা করা হয়। তারই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শুক্রবার (৪-নভেম্বর) সকাল দশটায়। এসময় জাজিরার টিএন্ডটি মোড় এলাকা থেকে জাজিরা পৌরসভার রাস্তায় পানি দেয়া কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জাজিরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রতন বেপারী, স্থানীয় মনির সরদার, দেলোয়ার ফকিরসহ স্থানীয় জনসাধারণ ও জাজিরা উপজেলা বিডি ক্লিন টিম। এসময় একটি নসিমন গাড়িতে পানির ট্যাংক বসিয়ে জাজিরার টিএন্ডটি মোড় থেকে শুরু করে জমাদ্দার মোড় পর্যন্ত রাস্তায় পানি দেয়া হয়। এভাবে প্রতিদিন সকাল-বিকাল দুই বেলা করে রাস্তায় পানি দেয়া হবে বলেও জানানো হয়।
জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর বলেন, এর আগে জাজিরা পৌরসভায় কখনও রাস্তায় পানি দেয়ার কার্যক্রম ছিলোনা। জনসাধারণের চাহিদার ভিত্তিতে স্থায়ীভাবে জাজিরা পৌরসভার বিভিন্ন রাস্তা ও মোড়ে এই পানি দেয়া কার্যক্রম চালু করা হলো। বিশেষ করে জাজিরার টিএন্ডটি মোড় থেকে জমাদ্দার মোড় পর্যন্ত রাস্তাটি নতুনভাবে কার্পেটিংয়ের আগ পর্যন্ত এখানে পানি দেয়া হবে। আমরা পানি দেয়ার গাড়িটি কিনে নিয়ে এটাতে ট্যাংক বসিয়ে আলাদা ডিজাইন করেছি এবং একজন ড্রাইভার নিয়োগ দিয়েছি।