শুক্রবার ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৩

জাজিরা পৌরসভায় নবনির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন

অক্টোবর ১৫, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেক্সঃ

শরীয়তপুরের জাজিরা পৌরসভার নবনির্মিত ১৫ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪অক্টোবর) সন্ধ্যায় জাজিরা পৌরসভার ৩নং ওয়ার্ড রাড়ি পাড়া মন্টু মণ্ডলের বাড়ির কাছে খালের উপর নবনির্মিত এ ব্রীজের উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

এসময় উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল হক খান, জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, জাজিরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান বেপারী,
৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম কাজি প্রমুখ।

এবিষয়ে জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর বলেন, জাজিরা পৌরসভার বাস্তবায়নে পৌরসভার রআড়ই পাড়া গ্রাম সড়কে ১কোটি ৬লাখ টাকা ব্যয়ে ১৫ মিটার এই গার্ডার ব্রীজটি নির্মাণ করা হয়েছে।
ব্রীজটি নির্মাণ করায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হলো।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur