শাওন বেপারী, স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১-জানুয়ারী) বিকাল চার টার সময় উপজেলা ভূমি অফিসে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনায় জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী এসিল্যান্ডকে উপজেলা ভূমি অফিস থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
এসময় বিদায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জাজিরায় কাজ করতে গিয়ে এখানকার বিভিন্ন স্মৃতির বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পাশাপাশি তিনি এখানে দায়িত্বরত সবার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্যঃ গত বছরের জুন মাসের ১৯ তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে উম্মে হাবিবা ফারজানা প্রথমবারের মত দায়িত্ব গ্রহণ করেন। এখানে মাত্র ৭ মাস দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী কর্মস্থল হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।