শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৬

জাজিরায় ইউপি নির্বাচনে প্রাথীদের সাথে  প্রশাসনের মতবিনিময় সভা

জুন ১, ২০২২            
  1. শাওন বেপারী, প্রতিনিধি জাজিরা:

শরীয়তপুরের জাজিরা উপজেলা সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১ জুন উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল মিজানুর রহমান, জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুর হোসেন খান, নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নীহার রায়, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মন্ডল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণ বিধি, আইনশৃঙ্খলা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য : আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে শরীয়তপুর জাজিরা উপজেলার বড় কৃষ্ণনগর, বিলাসপুর , পূর্ব নাওডোবা, পালেরচর, বড় গোপালপুর ও কুন্ডেরচর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে নির্বাচন হবে। এছাড়াও জয়নগর ইউনিয়নের ১নং সংরক্ষিত মহিলা আসনে ব্যালটের মাধ্যমে উপনির্বাচন হবে।

৬টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩৮ জন, সাধারণ ওয়ার্ড সদস্য প্রার্থী ১৮৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur