মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৫

জাজিরায় ২৮ টি বীর নিবাস পেলো মুক্তিযোদ্ধা পরিবার

ফেব্রুয়ারি ১৫, ২০২৩            

শাওন বেপারি,স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলার ২৮ টি বীর মুক্তিযোদ্ধা পরিবার পেলো বীর নিবাস। বুধবার (১৫-ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় জাজিরা উপজেলা পরিষদের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কাছে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।

একই দিন সকাল ১০ টার সময় মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে সারা বাংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর নিবাসের এই উদ্বোধন ঘোষণা করেন। যার মধ্যে জাজিরা উপজেলার ২৮ টি বীর মুক্তিযোদ্ধা  পরিবারকে দেওয়া হয়েছে বীর নিবাস।

এসময় বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাইলাতুল হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পিআইও অফিসে কর্মরত উপ সহকারী প্রকৌশলী মো: সোহাগ এবং উপজেলার দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষ হলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহেল বিলাসপুরের শফিক কাজীর মোড়ে বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম এর ঘরটির ফিতা কেটে উদ্বোধন করেন। যেটি নির্মান কাজের সাথে যুক্ত ছিলেন মেসার্স সোলায়মান ট্রেডার্স।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur