শাওন বেপারী,স্টাফ রিপোর্টারঃ
শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়নে অবস্থিত পদ্মানদীর মধ্যে ২১ তম দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার ও নৌ পুলিশের উপর আক্রমন করে স্থানীয় জেলেরা। বৃহস্পতিবার (২৭-অক্টোবর) সকাল আটটায় জাজিরার শফিক কাজীর মোড় থেকে তারা নদীতে অভিযানে নামে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার বলেন কিছুক্ষণ পরে টহলের এক পর্যায়ে পদ্মানদীর মধ্যে বড়কান্দি এলাকায় গেলে সকাল ৯.৪০ এর সময় স্থানীয় কিছু জেলেরা চারটি ২০০ সিসির স্পীডবোট ও চারটি ট্রলার নিয়ে তাদের উপর আক্রমন চালায়। তবে এসময় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় টহল টীমের উপর প্রায় ২০-২৫ জন জেলে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি তাদের স্পীডবোট ও ট্রলার ডুবিয়ে দেয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে টহলকারী দল জেলেদের হাতে জিম্মি হয়ে পড়লে তারা সেখান থেকে দ্রুত প্রস্থানের শর্তে জেলেদেরকে অনুরোধ জানায় তাদের ছেড়ে দিতে।
পরে জেলেরা কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই তাদের ছেড়ে দিলে তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করে চলে আসেন। পরে অভিযানের সময়ে জব্দকৃত ইলিশ মাছ ধরার জন্য ব্যবহৃত দুই লাখ মিটার কারেন্ট জাল শফিক কাজীর মোড়ে এনে পুড়িয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমান, শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল, নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ হাসান, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুর রহমানসহ নৌ পুলিশ ও নৌ বাহিনীর টিম বাণৌজা চিত্রা।
এসময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমান বলেন, আমরা সফলভাবে এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ করছি। সামনে থেকে আরও সমন্বিত পরিকল্পনা নিয়ে আরও ভালোভাবে অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।