শনিবার ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৫

জাজিরায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ২৩, ২০২২            

শাওন বেপারী, জাজিরা প্রতিনিধি।

শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় রাসিফ(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা দশটার দিকে জাজিরার কাজিরহাট নিউ মার্কেট সংলগ্ন আঞ্চলিক সড়কে এই সড়ক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, রাসিফ(৬) জাজিরা সদর ইউনিয়নের ভানু মুন্সীর কান্দি গ্রামের রাসেল তালুকদারের ছেল। তার নানা বাড়ি কাজিরহাট, সেখানে বেড়াতে গিয়ে নানার সাথে বাজারে গিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি অটোরিক্সা শিশুটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসী থেকে প্রাথমিক চিকৎিসা দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ট্রাফিক ব্যবস্থার অবনতির কথা স্বীকার করে বলেন, ট্রাফিকের জন্য আমাদের লোকবল প্রয়োজন। তবে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি ট্রাফিক ব্যবস্থার উন্নতি করার জন্য। আর আজকে দূর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি আমি জেনেছি তবে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur