শাওন বেপারী, জাজিরা প্রতিনিধিঃ
জাজিরায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্যপুত্র আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মবার্ষিকী উজ্জাপন করা হয়েছে। বুধবার ২৭ জুলাই জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সভাপতি সারোয়ার হোসেন মৃধা’র আয়োজনে জন্মবার্ষিকী উজ্জাপন করা হয়। এসময় সকলের জন্য দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডঃ আলমগীর হোসেন, জাজিরা পৌরসভা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শামসুল হক বেপারী, জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং শরীয়তপুর জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য মোঃ নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক হানিফ মাদবর,
জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য সাবেক সহ-সভাপতি কাউন্সিলর ইলিয়াস মাদবর, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল মাদবর, সালাম খান, জাজিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি কে এম মামুন, জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুর রহমান কবিরাজ, জাজিরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শেখ মনির, মোঃ মাসুদ রানা, সাবেক সদস্য বেপারী হৃদয়, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ মাহাবুব মুন্সী, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা শেখ শাওন, জাজিরা উপজেলা ছাত্রলীগ নেতা জাফর আহমেদ, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।