শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৫

জাজিরায় সাব্বির হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

আগস্ট ৫, ২০২৩            

সাগর মিয়া জাজিরাঃ

শরীয়তপুরের জাজিরায়  দুর্বৃত্তদের হাতে নিহত সাব্বির শেখের(২৬) হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৪ আগষ্ট) বিকেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিণ থানার সামনে এ মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে নিহতের পরিবার, স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নিহত সাব্বির শেখ (২৬)  জাজিরা উপজেলার ফজলু মাদবরের কান্দি গ্রামের সাঈদ শেখের ছেলে।মানববন্ধনে বক্তারা সাব্বির শেখের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ১২ জুন পদ্মাসেতু দক্ষিণ থানাধীন জমাদ্দার স্ট্যান্ডের আন্ডারপাসের পাশে রেন্ট্রি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সাব্বির শেখের মরদের উদ্ধার করে পুলিশ। পরে ১৩ জুন নিহতের চাচা মাহাবুব রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনার দীর্ঘদিন পার হলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur