শাওন বেপারী,জাজিরা প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সাংসদ বি এম মোজাম্মেল হকের জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার ২জুন রাত ৮ টার জাজিরা বাজারে এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ঢাকা থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ মাদবর এবং জাজিরা উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সালেক মাদবর।
এছাড়াও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মিতু, জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক সভাপতি সালাম খান, জাজিরা উপজেলা আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদুল আফরোজ সোরভ ও জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ দিদার বেপারী, সাইদুর চৌকিদার প্রমুখ।
বি এম মোজাম্মেল হক ভিডিও কলের মাধ্যমে উপস্থিত সবাইকে অন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আগামি জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাজিরা উপজেলা আওয়ামীলীগ এবং তার সকল অঙ্গসংগঠন গুলোকে আরও শক্তিশালী ও মজবুত করার জন্য আহবান জানান।
উল্লেখ্যঃ বি এম মোজাম্মেল হক বাংলাদেশ আওয়ামী লীগ এর চার বারের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ছিলেন।
এছাড়া ছাত্রজীবনে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, লালবাগ থানা ছাত্রলীগের সভাপতি এবং ঢাকা মহানগর ছাত্রলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সবশেষ ১৯৮৩ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দুই মেয়াদে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক, ১৯৮৯-১৯৯২ সময়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
ছাত্র রাজনীতি শেষে ১৯৯২ সালে প্রথমে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।