হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ
শরীয়তপুর জাজিরা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দালাল ও নাইট গার্ডের সহযোগিতায় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের লাগামহীন দূর্নীতির অনুসন্ধানে গেলে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের নির্দেশে স্থানীয় প্রভাবশালী দালালচক্র কর্তৃক সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সারে ছয়টার দিকে সাংবাদিকদের উপর এ হামলা করে স্থানীয় প্রভাবশালী দালাল রনক মুন্সি (৩০) ও তার সহযোগীরা।হামলার শিকার জাজিরা প্রেসক্লাবের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জাজিরা প্রতিনিধি মো. ইমরান হোসাইন মঙ্গলবার রাতেই বাদী হয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
হামলার স্বীকার সাংবাদিকরা জানান, জাজিরা সাব-রেজিস্ট্রি অফিসের লাগামহীন দূর্নীতির অনুসন্ধান করে যাচ্ছে স্থানীয় সংবাদকর্মীরা। এমনকি ইতিপূর্বে জাজিরা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের একাধিক দূর্নীতি ও অনিয়মের বিষয়ে সংবাদও প্রকাশ করা হয়। যার ফলে ইতিপূর্বেই কয়েকজন স্থানীয় দালাল সাংবাদিকদের সাব-রেজিস্ট্রি অফিসের নিউজ করতে নিষেধ করে।
মঙ্গলবার পূণরায় ঘুষ গ্রহনের প্রমান নিয়ে সাংবাদিকরা সাব-রেজিস্ট্রি অফিসে বক্তব্য নিতে গেলে স্থানীয় প্রভাবশালী দালাল রনক মুন্সি ও তার সহযোগীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালায় উপস্থিত সাংবাদিকদের উপর। এসময় তাদের হামলায় আহত হয় যায়যায়দিন প্রতিনিধি মো. ইমরান হোসাইন, হৃদয়ে শরীয়তপুর এর স্টাফ রিপোর্টার শাওন ব্যাপারী ও আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি হিমেল আহমেদ অপি।
হামলার এ ঘটনায় শরীয়তপুর প্রিন্ট এন্ড অনলাইন মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, জাজিরা প্রেসক্লাবসহ শরীয়তপুর ও জাজিরার সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং শরীয়তপুরে কর্মরত মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা উক্ত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।
হামলার স্বীকার স্থানীয় সাংবাদিক মো. ইমরান হোসাইন জানান, আমরা আমাদের নিয়মিত অনুসন্ধানের অংশ হিসেবে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীদের কর্তৃক ঘুষ গ্রহণের একাধিক প্রমাণ নিয়ে তাদের বক্তব্য নিতে গেলে তাদের নির্দেশে সাব-রেজিস্ট্রি অফিসের স্থানীয় দালাল রনক মুন্সি ও তার সহযোগীরা হামলা চালায়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আমরা ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং এ হামলার ঘটনায় হামলার স্বীকার সাংবাদিক একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনা হবে।