শাওন বেপারী,জাজিরা:
শরীয়তপুর জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে ভোজ্যতেলর নির্ধারিত মুল্য মুছেফেলে বেশি দামে বিক্রি, রং- কেমিক্যাল মিশ্রিত খোলা চিপস, মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, গুঁড়ো দুধ ও পূর্বের বেশি মূল্যের তেল বিক্রি না করে মজুদ করায়, দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ আইনে জরিমানা করা হয়েছে। বুধবার ১৬ মার্চ দুপুর ২টায় গঙ্গানগর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করেন।
এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, তেলের বোতলের গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ কোমল পানি ও গুঁড়ো দুধ রাখার দায়ে মেসার্স দ্বীন ইসলাম স্টোরকে ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় ৩ হাজার ৫ শত টাকা এবং বেশি মূল্যের পুরনো তেল মজুদ রাখায় মেসার্স দিলীপ দে স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও রং-কেমিক্যাল মিশ্রিত খোলা চিপস ও মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় নষ্ট করা হয়।
এসময় অধিদপ্তর কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে আগের মূল্যের মজুদকৃত বোতলজাত সয়াবিন তেল উপস্থিত ভোক্তাদের কাছে আগের দামে বিক্রি করার ব্যবস্থা করেন। পাশাপাশি তেলের গায়ের নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি করলে তাদেরকে ভোক্তা অধিকার আইনে, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সতর্ক করেন।
অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলার কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) শরীয়তপুরের সভাপতি বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।