সোমবার ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ভোর ৫:০৩

জাজিরায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনকের ১০২ তম জন্মদিন পালিত

মার্চ ১৭, ২০২২            

শাওন বেপারী, জাজিরা:

জাজিরা উপজেলা প্রশাসনের উদ্যোগে, নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন। বৃহস্পতিবার ১৭ ই মার্চ ২০২২ইং বঙ্গবন্ধুর জন্মদিন  ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৭দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র আয়োজন করা হয়। সকাল ৮ঘটিকায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে নির্মিত  বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে  শুভ  জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, জাজিরা উপজেলা আওয়ামী-লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সহযোগী সংগঠন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠান। পরবর্তিতে জাজিরা উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে আওয়ামীলীগ নেতারা কেক কেটে আলোচনা সভার মাধ্যমে দিনটি উদযাপন করেন।

দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারাক আলী শিকদার, জাজিরা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের  জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, মেয়র মোঃইদ্রিস মিয়া, কৃষকলীগের সভাপতি মোঃ মতিউর রহমান প্রমুখ

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur