শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৩

জাজিরায় শেখ কামাল আন্তঃ স্কুল-মাদরাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন

জানুয়ারি ১৪, ২০২৩            

শাওন বেপারী, স্টাফ রিপোর্টারঃ

শরীয়তপুরের জাজিরায় শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধন হয় শনিবার (১৪-জানুয়ারী) বেলা ১১টার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতার শুভ উদ্বোধন ঘোষণা করেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, সহকারী শিক্ষক শাহিন আলম,  জাজিরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রতন বেপারী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোলায়মান সরদার সহ সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এ সময় দুই টি ক্যাটাগরিতে বালক-বালিকা দৌড় প্রতিযোগিতার অংশ গ্রহণ করেন। যেখানে বালক (ক) ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সিফাত,

২য় স্থান অধিকার করে একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমন এবং ৩য় স্থান অধিকার করে একই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থী লাবিব।

এছাড়া বালক (খ) ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী যুবরাজ, ২য় স্থান অধিকার করে একই প্রতিষ্ঠানের ৭ম শ্রেণীর শিক্ষার্থী নুহাশ এবং ৩য় স্থান অধিকার করে একই প্রতিষ্ঠানের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ঝিলম ব্রত বৈদ্য।

এছাড়া বালিকা দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী অথৈ, ২য় স্থান অধিকার করেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী রুমাইয়া আফরোজা ছোহা এবং ৩য় স্থান অধিকার করেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী খাদিজা আক্তার দ্বিপা।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur