শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ বিকাল ৪:২৪

জাজিরায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে ইদ্রিস ফরাজীর কম্বল বিতরণ

জানুয়ারি ১০, ২০২৩            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ৯জানুয়ারি বেলা ১২টায় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর নিজস্ব অর্থায়নে ৪শত জনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এসময়  উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খান, জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, ফরাজী রিয়েল এস্টেটের চেয়ারম্যান সিআইপি জাহাঙ্গীর ফরাজী, সমাজসেবক আব্দুল ওহাব ফকির প্রমুখ।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur