মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৫

জাজিরায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা মূলক সভা

সেপ্টেম্বর ২৯, ২০২২            

শাওন বেপারী, জাজিরা প্রতিনিধিঃ

ইলিশ সম্পদ উন্নয়ন ও  ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা ইউনিয়নের ছাত্তার মাদবর ও মঙ্গল মাঝীরঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২খ্রীঃ বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৯-সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ছাত্তার মাদবর ও মঙ্গল মাঝীরঘাটে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

পূর্ব নাওডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন খার সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার এবং মাঝীরঘাট নৌ-পুলিশ ফাড়ির আইসি মোঃ জহিরুল হক।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, পূর্ব নাওডোবার মাদবর পরিবারের মুরুব্বি নেছার উদ্দিন মাদবর, পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ ও জেলেগন।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ মা ইলিশ সংরক্ষণে সবাইকে অধিকতর সচেতন থাকার পাশাপাশি ৭-২৮ অক্টোবর মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

© Alright Reserved 2021, Hridoye Shariatpur