রবিবার ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৪:২৯

জাজিরায় মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

অক্টোবর ২, ২০২২            

হৃদয়ে শরীয়তপুর ডেস্কঃ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৭ থেকে ২৮ অক্টোবর মোট ২২দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষ্যে শরীয়তপুরের জাজিরায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২অক্টোবর জাজিরা উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, জাজিরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, মাঝীরঘাট নৌ-পুলিশ ফাড়ির আইসি মোঃ জহিরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ ও জেলেগন।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ মা ইলিশ সংরক্ষণে সবাইকে অধিকতর সচেতন থাকার পাশাপাশি ৭-২৮ অক্টোবর মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। এছাড়া মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।

 

© Alright Reserved 2021, Hridoye Shariatpur